বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই নাটকীয়তা আর রোমাঞ্চ। নাটকীয়তায় ভরপুর সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারতকে। ঢাকায় ফাইনাল খেলায় রেফারির ভুলে একবার ভারতকে জয়ী ঘোষণার পর আবার সেটা প্রত্যাহার করে ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যায় ভারতীয় নারী দল। নির্ধারিত সময় পার হওয়ার পর, ভারতের সাথে আলোচনা করে দু’দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ কর্তৃপক্ষ।

দুদলের ১১জন খেলোয়াড় টাইব্রেকারে এনে দিতে পারেননি সমাধান। শেষ পর্যন্ত মেগা ফাইনালের রেজাল্ট নির্ধারণ হয় টসের মাধ্যমে। সেখানে টস জয়ী ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যা নিয়ে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। প্রতিবাদের এক পর্যায়ে রেফারি তার সিদ্ধান্ত ‘ভুল’ দেওয়ায় প্রত্যাহার করেছেন ভারতের শিরোপা জয়। তবে ম্যাচ কমিশনারের সিদ্ধান্ত আবার মেনে নেয়নি ভারত। ম্যাচ রেফারি এরপর সফরকারীদের জন্য সময় বেধে দেন ৩০ মিনিট। এই সময়ের ভিতর মাঠে না আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ঘোষণা করবে ম্যাচ রেফারি।

এরপর নির্দিষ্ট সময়ের ভিতর ভারত মাঠে নামেনি। সময় পার হবার পরও; আরও অতিরিক্ত সময় অপেক্ষা করে ম্যাচ রেফারি। শেষ পর্যন্ত দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে ম্যাচ রেফারি।

এর আগে ম্যাচের শুরুতেই স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের ৮ মিনিটের মাথায় লিন্ডার পাস থেকে ভারতকে ১-০ গোলের লিড এনে দেন শিবানী দেবী।

১৭ মিনিটের সময় আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ মিস করে ভারত। ডি-বক্সের মধ্যে একা বল পেলেও ক্রসবারের উপর দিয়ে মারেন ভারতের রাইট উইঙ্গার।

এরপর বার বার আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ করতে মারিয়া হয়ে ওঠে বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণ করে ভারতের রক্ষণভাগকে ব্যস্ত রাখে সাগরিকারা। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে সমতায় ফেরে বাংলাদেশ। এতে ম্যাচ গড়ায় টাইবেকারে।