কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ২০ জেলেকে তারা ধরে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক ওই জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম জানান, ২টি ইঞ্চিন চালিত নৌকা এবং ১৩টি ইঞ্চিন বিহীন নৌকাযোগে মোহনায় মাছ ধরতে গেলে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে যায়। এদের সবার বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীর দ্বীপের জালিয়াপাড়ার।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ লোকজন জানিয়েছেন। তা সংশ্লিষ্টকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে সর্বশেষ গত ৯ অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তার মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন।  পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।