কক্সবাজারের উখিয়ার নাফ নদী থেকে ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে। দেশের ভেতরে কক্সবাজারের নাফ নদীতে মাছ শিকারের সময় তারা অপহরণের শিকার হয়েছেন।

বুধবার (১ মে) সকাল ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তের নাফ নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) এবং আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, খালের মুখে মাছ ধরার সময় আরকান আর্মির সদস্যরা ১০ জেলেকে ধরে নিয়ে গেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, যেহেতু সীমান্ত এলাকা থেকেই অপহরণের শিকার হয়েছে, তাই গতকাল রাতেই বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। এছাড়া তাদের উদ্ধারে ইতোমধ্যে বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে।