নারায়ণগঞ্জের রূপগঞ্জের হোড়গাঁও এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৫ জুন) দুপুরের দিকে পুকুর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে দুজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- সুচনা আক্তার (১২) ও আফছানা আক্তার (১১)। আরেকজনের নাম এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর বলে বলে ধারণা করা হচ্ছে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, রোববার দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় পুকুরে গোসল করতে নামেন তিন স্কুলছাত্রী। এ সময় তিনজনই ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রোববার দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।