নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ভবন বিস্ফোরণে দগ্ধ আরও দুইজন মারা গেছেন। আজ বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত দুজন হলেন ইকবাল ও শাহজাহান। এনিয়ে এঘটনায় তিনজন মারা গেলেন। গুরুতর আহত অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি আছে আরও ছয় জন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দোতলা ভবনটি বুধবার (২২ মার্চ) এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এন‌সি‌সি)। এদিন সকাল থেকে ভবন ভাঙার কাজ শুরু করে একদল কর্মী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর নগর পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক জানান, জননিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শণ করেছিলেন সরকারের ছয়টি সংস্থার কর্মকর্তারা।