নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত নয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (শনিবার) সকালে নিতাইগঞ্জে শতবছর পুরোনো দ্বিতীয়তলা একটি ভবনে হঠাৎ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাগে বিস্ফোরণের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আহতদের মধ্যে ছয় জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অপর তিন জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।

আহতদের মধ্যে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন- মো. হোসাইন (৫০), মো. হযরত আলী (৪০), শ্রী রবি দত্ত (৪২), মো. জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫) ও ৫০ বছরের অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তি।

এছাড়া শেখ হাসিনা বার্ণে চিকিৎসাধীন রয়েছেন জগদীশ সরকার (৬৫), শাজাহান (৪০) ও রেজাউল করিম (৫০)।