নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একাধিক সাবেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭শে আগস্ট) রাতে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ইয়াসিনের (১৮) ভাই মো. শিপন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, রফিক ওরফে আন্ডা রফিক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার দেলপাড়া এস বি গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আসামিদের গুলিতে মোঃ ইয়াসিন মিয়া (১৮) বুকে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।