নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ (রোববার) সকালে আড়াইহাজারের উজান গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে তালহা ও তার মা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের বাড়ির গেটের তালা ভাঙা দেখা যায়। এসময় প্রতিবেশিরা তাদের ডাকাডাকি করে কিন্তু ভেতর থেকে কোন সারা শব্দ না পেয়ে সেখানে গিয়ে দেখে ছেলের মরদেহ ঘাটের উপর আর মেজেতে রক্তাক্ত মরদেহ অবস্থায় মায়ের লাশ। পরে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। নিহতরা হলেন, উজান গোবিন্দপুর এলাকার মৃত আওয়াল নবীর স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)।
তিনি আরও জানান, মা ও ছেলেকে যারা জবাই করে হত্যা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।