নারায়ণগঞ্জের ফতুল্লার লক্ষ্মীণগরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড ও এক জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ই অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহম্মেদ জানান, ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী আফসানা আক্তার মিতাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২০০৫ সালে জুনে মামলা হয়। দীর্ঘ শুনানির পর চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কামরুল, রবিউল, আলী আকবর ও শুক্কুর আলী৷ যাবজ্জীবন সাজা পেয়েছেন রবিউলের মা ডলি বেগম৷ এদের মধ্যে রবিউল ও ডলি পলাতক৷
রকিবউদ্দিন জানান, ২০০৫ সালের ৩ জুন বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের ধইঞ্চাক্ষেত থেকে আফসানা আক্তার নিপার (১১) মরদেহ উদ্ধার করে পুলিশ৷ ২০০৫ সালের ২৬ আগস্ট পুলিশ ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়৷
তাতে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ ধর্ষণের পর নিপাকে হত্যা করেন আসামিরা৷
রায়ে সন্তোষ প্রকাশ করে নিপার বাবা আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মামলার রায় তাড়াতাড়ি কার্যকর চাই৷’