প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলো নিউজিল্যান্ড দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ড ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দলকে। টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান তোলে কিউই নারীরা। অ্যামেলিয়া কের দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া নারী দল ৯ উইকেটে ১২৬ রান তোলে।

দুবাইতে শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। আমেলিয়া কেরের ৪৩, ব্রুক হাল্লিডের ৩৮ এবং সুজি বেটসের ৩২ রানের সুবাদে ৫ উইকেটে ১৫৮ রান করে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন নোনকুলুলেকো এমলাবা।

সেই রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতেই থামে দক্ষিণ আফ্রিকার মেয়েদের রানের চাকা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক লাউরা ভলভার্টের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন রোসমেরি মায়ের এবং আমেলিয়া কের।