নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল।
ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপটি সবদিক থেকেই বাংলাদেশময় হয়ে থাকলো। এই টুর্নামেন্টের সব পুরস্কারই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন ট্রফি জেতার পাশাপাশি বাংলাদেশ জিতেছে ফেয়ার প্লে ট্রফিও। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। ৮ গোল করে তিনি জিতে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ফাইনালে নেপাল ব্যবধান কমানো যে গোলটি করেছে, সেটাই বাংলাদেশের জালে প্রথম গোল।
সব মিলিয়ে চলতি সাফে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ২৩ গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হজম করেছে মাত্র একটি গোল।
প্রসঙ্গত, চলতি আসরে বাংলাদেশের মেয়েরা মালদ্বীপতে ৩-০ গোলে, পাকিস্তানকে ৬-০ এবং ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে ছোটনের শিষ্যরা। সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশের মেয়েরা। আর ফাইনালে নেপালের বিপক্ষে ৩-১ উড়িয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকট পড়ে।