দশ বছর আগের নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দলটির অঙ্গসংগঠনের আরও ১০ জনকে আড়াই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মহসিন মিয়া।

এক ধারায় দুই বছর ও আরেক ধারায় ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দুই ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।

২০১৩ সালের ২৬শে অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।