আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি বন্ধুদের পরামর্শ শোনা হবে, তবে সরকার সংবিধান থেকে একচুলও নড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবিধান মেনেই আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলেও জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের নামে বিএনপি নাশকতা করলে সমুচিত জবাব দেয়া হবে।