গত কয়েকদিনের নাটকীয়তার পর আজ ঢাকাতে সমাবেশ হচ্ছে মাঠের রাজনীতির প্রধান দুই প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপির।  প্রধান দুই দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই সাথে এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি চলাচলও সীমিত রয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে পুলিশ প্রতিটি গাড়ি ও যাত্রীদের তল্লাশি করছে। পুলিশ সদস্যরা সন্দেহভাজন মোটরসাইকেল, পিকআপ, দূরপাল্লার বাস, ট্রাকের গতিরোধ করে জিজ্ঞাবাদ ও তল্লাশি করছে। রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী ও আমিনবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

পুলিশ দূরপাল্লার বাস গতিরোধ করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ, ব্যাগ, বস্তা, মুঠোফোন চেক করছে। এতে যাত্রী ও চালকেরা অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। অপরদিকে, হাইটেক সিটি রেল স্টেশনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

জানা গেছে, দুই দলের সমাবেশকে ঘিরে অন্তত ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। র‍্যাব, আনসার, এপিবিএনের অন্তত পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে পল্টন, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, গুলিস্তানসহ সমাবেশের কাছাকাছি এলাকায়।