যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি সালাহ উদ্দিন বাবুলের খুনিকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ-এনওয়াইপিডি। ২৩ বছর বয়সী জোসেফ সেন্ডোভাল নামে ওই যুবককে ম্যানহাটন থেকে গ্রেফতার করে এনওয়াইপিডি পুলিশ।
গত শুক্রবার রাতে ম্যানহাটনে টহলরত এনওয়াইপিডি পুলিশ একটি ছুরি এবং রক্তাক্ত পোশাকসহ বাবুলের খুনি সেন্ডোভালকে খুঁজে পায়। পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছিল। পরে পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হয় সেন্ডোভালই হলেন নিহত বাবুলের ওপর ছুরিকাঘাতকারী সেই ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেন্ডোভালের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।
শুক্রবার মধ্য রাতে ম্যানহাটান ফৌজদারি আদালতে খুনি সেন্ডোভালের জবানবন্দি নেওয়া হয়। নিহত বাবলুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়নের হাটগাঁও। চার বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন তিনি।
২০ অক্টোবর সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে করে বাবুলের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। ২২ অক্টোবর সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির পথে রওনা হন তার শ্যালক মো. সবুজ আহসান। এরপর ২৩ অক্টোবর সকাল ৯টায় সোনাইমুড়ীর ২ নম্বর নদনা ইউনিয়নের হাটগাঁওয়ে জানাজা শেষে সালাহ উদ্দিন বাবুলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত ১৫ অক্টোবর শুক্রবার মধ্যরাতে নিউইয়র্ক নগরীর ব্যস্ততম এলাকা ম্যানহাটন ডাউনটাউনের রুজভেল্ট পার্কের কাছে ফুড ডেলিভারি দেওয়ার সময় বাবলুকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মাথায় ও পেটে মারাত্মক জখম নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।