ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৈঠকে ট্রাম্প বলেন, নির্বাচিত হলে যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন ও রাশিয়া উভয়ের সঙ্গে কাজ করবেন।

বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা খুবই ন্যাক্কারজনক। এত এত মৃত্যু,এত বেশি ধ্বংসযজ্ঞ খুবই ভয়ানক।’

দুইজন পাশাপাশি দাঁড়িয়ে থাকার সময় জেলেনস্কি বলেন, তিনি মনে করেন তারা দুইজন একটি ব্যাপারে একমত, আর তা হচ্ছে “যুদ্ধ শেষ হতে হবে এবং পুতিন জিততে পারেন না।” যুদ্ধ জয়ের বিস্তারিত পরিকল্পনা ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জেলেনস্কি উল্লেখ করেন।

ওদিকে, জেলেনস্কির সঙ্গে কয়েকবছর ধরে মতবিরোধ থাকার পরও ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে তার সম্পর্ক খুবই ভাল ছিল।

ট্রাম্প এও বলেন যে, “আপনারা জানেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আমার বেশ ভাল সম্পর্ক ছিল। আমি মনে করি আমরা নির্বাচনে জিতলে খুব তাড়াতাড়িই এটি (যুদ্ধ) সমাধান করতে পারব।”

সাংবাদিকদের তিনি বলেন, “এই যুদ্ধ শেষ হতে হবে। জেলেনস্কি নরকের মধ্য দিয়ে যাচ্ছেন। তার দেশও নারকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেরকমটি খুব কম দেশেই কখনও হয়ে থাকবে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অনেকদিন ধরেই ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চাচ্ছিলেন। তবে এই বৈঠক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত দোদুল্যমান ছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করার পরপরই জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন ট্রাম্প।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করতে পারলে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি নিয়ে দ্রুত আলোচনা করতে পারবেন।