নিউইয়র্কের ব্রুকলিনে দুর্বৃত্তের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে এক বাংলাদেশি ছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১১ই মে) রাতে কলেজ থেকে বাসায় ফেরার পথে ইউটিকা ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জিনাত হোসেন (২৪), তিনি ব্রুকলিনে বাংলাদেশী হান্টার কলেজের ছাত্রী। তিনি পরিবারের সাথে সেখানকার অষ্টম এভিনিউতে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই রাতে কলেজ থেকে বাড়ি ফেরার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন জিনাত। ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় তাকে ধাক্কা দিলে সাবওয়ে ট্রেন লাইনে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই জিনাতের মৃত্যু হয়।
জিনাত হোসেনের আত্মীয় নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি চিকিৎসক এনামুল হক জানান, ২০১৫ সাল থেকে সে বাবা মা’র সাথে নিউইয়র্কে থাকে। তার বাবা আমির হোসেন ঢাকার ঠাটারি বাজারে ওষুধের ব্যবসা করতেন। ভাই ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ছে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মূহ্যমান জিনাতের বাবা আমির হোসেন ও মা জেসমিন হোসেন হিরা।