যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের জনসমাগম স্থলে বন্দুক নিষিদ্ধ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইমস স্কয়ারসহ অনেক জনসমাগমস্থলে শুক্রবার (পহেলা জুলাই) বন্দুক নিষিদ্ধ করে একটি আইন পাস করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, যারা বন্দুক রাখতে পারবেন, অবশ্যই তাদের কাছে লাইসেন্স থাকতে হবে। আর যারা লাইসেন্স প্রত্যাশী, তাদেরকে অবশ্যই নিজেদের বন্দুক চালানোর দক্ষতা প্রমাণ করতে হবে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, আইন প্রবিধানের কারণে নিউইয়র্কে বন্দুক হামলা ও এ সংক্রান্ত ঘটনা কমে যাবে। এটি নিউইয়র্কবাসীদের ক্ষতি থেকে নিরাপদ রাখবে।
এর আগে গত সপ্তাহে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে পাস হওয়া বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩০ বছরের মধ্যে বন্দুক নিয়ন্ত্রণে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন এটি।
নতুন এই আইনে বলা হয়েছে, ২১ বছরের কম বয়সী কেউ আগ্নেয়াস্ত্র কিনতে চাইলে, তার ব্যক্তিগত ও পারিবারিক নানা বিষয় কঠোরভাবে যাচাই করা হবে। একই সঙ্গে হুমকি হিসেবে বিবেচিত অস্ত্রধারীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র তুলে নিতে ‘লাল পতাকা’ আইন প্রয়োগের কথা বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে উল্লেখ্যযোগ্যহারে বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে। গত কয়েক মাসে দেশটিতে বন্দুক হামলায় নিহত হয়েছে শতাধিক মানুষ। এরমধ্যে একটি স্কুলে বন্দুক হামলার পর দেশটিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই আগ্নেয়াস্ত্রের ব্যবহার কমাতে আইন পাস হয়।