মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের পাশে এসে দাঁড়ানোর অসাধারণ একটি উদ্যোগের নাম ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। ১৯৭১ সালের ১ আগস্ট রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হয়েছিল সেই ঐতিহাসিক কনসার্টটি।
ম্যনহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হওয়া সেই কনসার্টের অন্যতম দুই উদ্যোক্তা ছিলেন ইংল্যান্ডের সাড়া জাগানো ব্যান্ড দল দ্য বিটলস ব্যান্ডখ্যাত পশ্চিমা সঙ্গীতের অগ্রগণ্য শিল্পী জর্জ হ্যারিসন ও ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর। মুক্তিযুদ্ধের অনবদ্য অংশ সেই কনসার্টের ৫০ বছর পূর্তিতে নিউইয়র্কে আয়োজন করা হয়েছে একটি উৎসবের। ৩১ জুলাই শনিবার বিকালে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’ নামে একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে।
সংগঠনটির প্রধান সমন্বয়ক শামীম আল আমিন জানিয়েছেন, ‘মহান মুক্তিযুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশের অংসখ্য বিবেকবান মানুষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাজ করে আসছে ফ্রেন্ডস অব ফ্রিডম। তারই অংশ হিসেবে এবার ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫০ বছর পূর্তির এই আয়োজনটি করা হয়েছে’। তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর এই বছরে গৌরবজনক অনেক অধ্যায়ও ৫০ স্পর্শ করছে। এটি ইতিহাসের অসাধারণ একটি মাইলফলকের বছর। উৎসবটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়ার কথা জানান তিনি।
জানা গেছে, কনসার্টকে ঘিরে শামীম আল আমিনের পরিচালনায় নির্মিত ‘একটি দেশের জন্য গান’ বা ‘সংস ফর এ কান্ট্রি’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে এদিন। প্রামাণ্যচিত্রটি কনসার্টের আয়োজক, অংশ নেয়া অনেকের বক্তব্য রয়েছে। সেই সঙ্গে কনসার্ট সংশ্লিষ্ট ও কনসার্ট দেখেছেন এমন অনেকে কথা বলেছেন। সাবেক অর্থমন্ত্রী ও ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে কাজ করা কূটনীতিক আবুল মাল আব্দুল মুহিতের সাক্ষাৎকারও যুক্ত হয়েছে এতে। প্রামান্যচিত্রটিতে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর।
উৎসবে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত শামীম আল আমিনের লেখা ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইয়ের মোড়কও খোলা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। অন্যতম আকর্ষণ হিসেবে ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কে আসবেন ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এ অংশ নেয়া কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আলী আকবর খানের বড় ছেলে এবং গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শিল্পী ওস্তাদ আশীষ খান। অনুষ্ঠানে তিনি সরোদ পরিবেশন করবেন।
তাকে সঙ্গত করবেন সেতারে মোর্শেদ খান অপু এবং তবলায় তপন মদক। মুক্তিযুদ্ধের বন্ধু, ‘মুক্তির গান’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক ও আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কনসার্টের প্রত্যক্ষদর্শী নিউজার্সির বাসিন্দা দুই বোন লিন্ডা ও ম্যারিয়ন অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং ফ্রেন্ডস অব ফ্রিডম এর উপদেষ্টা ডা. প্রতাপ দাস অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। থাকবেন বীর মুক্তিযোদ্ধা, জেষ্ঠ্য সাংবাদিক, লেখক ও কমিউনিটির বিশিষ্টজনদের অনেকে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য। কোভিড-১৯-এর কারণে অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে।