যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে ৩০তম বাংলা বইমেলা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় লাগের্ডিয়া ম্যারিয়েট হোটেলের বলরুমে পাঁচদিন ব্যাপী এ বই মেলা শুরু হয়। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

১৯৯২ সাল থেকে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন বইমেলার আয়োজন করে আসছে। মেলা উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও বাংলাদেশ থেকে আমন্ত্রিত লেখক-শিল্পীরা নিউইয়র্কে এসে জড়ো হয়েছেন। তাদের উপস্থিতিতে আড্ডা-আলোচনায় এখন সরগরম নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকা।

ওইদিন উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা থেকে ভিডিও বার্তার মাধ্যমে কবি আসাদ চৌধুরী বলেন, বই আমাদের শক্তি। মানুষের কল্পনা শক্তিকে বাড়ানোর জন্য বইয়ের প্রয়োজন আছে। বই মানুষের জ্ঞানকে প্রজ্জ্বলিত করেছে । বই আমাদের নতুন পথ দেখাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বইমেলার আহবায়ক ড. নুরুন নবী, ড. জিয়া উদ্দিন, কবি ও লেখক মিনার মনসুর, কবি ও প্রকাশক জাফর আহমেদ রাশেদ, ফেরদৌস সাজেদিন , সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক হারুন হাবিব, সংগীতশিল্পী রবীন্দ্রনাথ রায়, শিশুসাহিত্যিক ফারুক হোসেন, অনন্যা প্রকাশনার স্বত্তাধিকারী মনিরুল হক, প্রকাশক আলমগীর সিকদার লোটন, কবি ও প্রকাশক হুমায়ন কবীর ঢালী, প্রকাশক সাইফুর রহমান চৌধুরী, প্রকাশক জসিম উদ্দীন, টিভি উপস্থাপক ও সঙ্গীতশিল্পী নবনীতা চৌধুরী, ড. নজরুল ইসলামসহ বই মেলার সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের বিশিষ্টজনসহ ঢাকা থেকে আগত পুস্তক প্রকাশনীর কর্ণধাররা উপস্থিত ছিলেন। কোভিডের বিভিন্ন বাধ্যবাধকতা থাকা স্বত্ত্বেও বাংলাদেশের প্রথমসারির ১১ জন প্রকাশক এ মেলায় অংশ নিচ্ছেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ফাহিম রেজা নূর।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৩০তম বই মেলার আয়োজক ও মুক্তধারা ফাউন্ডেশনের মেম্বর সেক্রেটারি বিশ্বজিত সাহা।

জানা যায়, কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউর কর্ণারে অবস্থিত জুইশ সেন্টারে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বইমেলার স্টল থাকবে। প্রতিদিন দুপুর ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।