নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় একদিনের ক্রিকেট খেলায় জয় পেয়েছে ইংল্যান্ড। লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ১৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। জেসন রয়ের ১৮০ রানের ইনিংস (মেলবোর্নের বিপক্ষে ২০১৮ সালে) ছাপিয়ে এটিই এখন কোনো ইংল্যান্ড ব্যাটসম্যানের ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস, ওভালেও যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

রাজসিক প্রত্যাবর্তন বলতে যা বোঝায়, নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক সেটাই করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। অবসর ভেঙে ওয়ানডে ফরম্যাটে ফিরেই গড়েছেন নতুন রেকর্ড। আর বল হাতে তার সতীর্থরা রীতিমত গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। নিউজিল্যান্ডের পুরো দল মিলে স্টোকসের ইনিংস টপকাতে পেরেছে সেটাই অবশ্য স্বান্তনা।

জস বাটলারের অনুরোধে অবসর ভেঙ্গে ইংলিশদের রঙিন জার্সি গায়ে চাপিয়েছেন স্টোকস। প্রথম ম্যাচে ফিফটি পেয়ে জানান দিয়েছিলেন ফুরিয়ে যাননি তিনি। মাঝের এক ম্যাচ বাদ দিয়ে গতকাল যেন বুঝিয়ে দিলেন, এখনও সাদা বলের ক্রিকেটে রাজত্ব করার সময় আছে তার।

আগে ব্যাট করে, ইংলিশরা অলআউট হয় ৩৪৮ রানে। অবসর থেকে ফেরা বেন স্টোকস এই সিরিজের প্রতিটি খেলাতেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বেন স্টোকসের সেঞ্চুরি ও ডেভিড মালানের হাফ সেঞ্চুরিতে কিউইদের বিপক্ষে রানের পাহাড় গড়ে ইংলিশরা। বেন স্টোকস সর্বোচ্চ ১৮২ রান করেন। এছাড়া ডেভিড মালান করেন ৯৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে, স্বাগতিকদের দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ড ১৮৭ রানে অলআউট হয়। সফরকারী দলের গ্লেন ফিলিপস ৭২ রান করেন। ইংল্যান্ডের ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট পান।