নিউজিল্যান্ডে একটি হোস্টেলে আগুন লাগার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যরাতের ওয়েলিংটনের চারতলা লোফারস লজ হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনাকবলিত বিল্ডিং থেকে কয়েক  ডজন লোককে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। এদিকে, প্রধানমন্ত্রী হিপকিন্স মধ্যরাতের এই অগ্নিকাণ্ডকে টিভিএনজেডের কাছে দুঃখজনক বলে বর্ণনা করেছেন এবং স্থানীয় দমকল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ফায়ার ও এমারজেন্সি ডিস্ট্রিক কমান্ডার নিক ওয়েলিংটনের এ ঘটনাকে ভয়াবহ দুঃস্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন। ভবনে প্রবেশ না করা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা জানানো যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে এবং একজন তৃতীয় তলা থেকে লাফ দিলে আহত হয়েছে। তবে ঠিক কী কারণে হোস্টেলে এ আগুনের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।