নিউজিল্যান্ডের অকল্যান্ডে  বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ সময় পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী মারা যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে জানিয়েছে বিবিসি।

স্থানীয় পুলিশ জানায়, অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে এক ব্যক্তি গুলি চালায়। গুলির শব্দ শুনে পুলিশ ওই বন্দুকধারীকে অনুসরণ করে। এ সময় বন্দুকধারী গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ভবন থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়।

তবে দেশটির পুলিশ হতাহত ও বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করেনি।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানান, হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না। আর এ ঘটনা নারী ফুটবল বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট চলবে।