রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১২ ফায়ার ফাইটারসহ অন্তত ২২ জন। প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তারা। আজ (শনিবার) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে মার্কেটটির তৃতীয় তলায়। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটজুড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ফায়ার সার্ভিস থেকে নয়জন, একজন আনসার, একজন বিমান বাহিনীর, বাকিরা বিভিন্ন দোকান কর্মচারী।
বাচ্চু মিয়া বলেন, যাদেরকে ভর্তি করা হয়েছে বেশির ভাগই শ্বাসকষ্টের সমস্যা। আগুন নেভানোর কাজে তারা নিয়োজিত ছিলেন। আগুনের ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট উঠেছিল, এ কারণে দ্রুত হাসপাতালে আনা হয়েছে।
আহতরা হলেন- ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য তৌফিক (২৩), দোকান কর্মী রিফাত (২৩),ফায়ার সার্ভিস সদস্য রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য শরিফুল (২৪), দোকান কর্মী বায়জিদ (২৫), দোকান কর্মী হাসান (২০), দোকান কর্মী রিমন (২৮), দোকান কর্মী কামাল হোসেন (৩৩), দোকান কর্মী ফিরোজ আলম (৩০), দোকান মালিক জীবন (৩০), দোকান কর্মী জিসান (১৮), দোকান কর্মী ইয়াসিন (২৪), দোকান কর্মী জীবন (২৫), দোকান কর্মী স্বপন (২৩), বিমান বাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২) ও আনসার সদস্য সবুজ (২০)।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউ সুপার মার্কেট এলাকায় স্থাপন করা ফায়ার সার্ভিসের তথ্য বোর্ডে ২২ জন আহতের কথা উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ, তাই আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।