টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে দিনের প্রথম খেলায় জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসকে ১১৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে। সহজ লক্ষ্য তারা করতে নেমে ১২ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। এই জয়ে নেদারল্যান্ডস বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল। সাথে জিম্বাবুয়ে দলও বাদ পড়ে গেল বিশ্বকাপ আসর থেকে।
জিম্বাবুয়ের দেয়া ১১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্টেফানি মাইবার্গকে প্যাভিলিয়নের পথ দেখান ব্লেসিং মুজারবানি। সাত বলে ৮ রান সংগ্রহ করেন তিনি। তবে ধীরগতিতে পরিস্থিতি সামাল দেন ম্যাক্স ও’ডাউড ও টম কুপার। এরপর এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের পথে নিয়ে যায়। ও’ডাউড ৪৭ বল মোকাবিলা করে ৫২ রান তুলে আউট হয়ে যান। আর কুপার ২৯ বলে ৩২ রান সংগ্রহ করেন। এর পর বাস ডি লিড বাকি পথ পারি দিয়ে জয়ের প্রান্তে নিয়ে যান দলকে।
এর আগে অ্যাডিলেড ওভালে আজ বুধবার (দোসরা নভেম্বর) এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে ব্যাট হাতে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পরেছে জিম্বাবুয়ে।
শুরুতেই দলের ওপেনার ওয়েসলি মাধেভেরেকে ফেরান ফন মিকেরেন। তার বলে বোল্ড হওয়ার আগে ৫ বলে ১ রান করেছিলেন মাধেভেরে। ১২ বলে ৩ রান করে ব্রান্ডন গ্লোভারের শিকার হয়ে ফিরে যান আরেক ওপেনার ক্যারিগ এরভিন। এরপর চাকাভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গ্লোভার। ২০ রানে তিন উইকে হারিয়ে চাপে পরা জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করছেন শন উইলিয়মস এবং সিকান্দার রাজা।
এরপর সিকান্দার রাজা আর শন উইলিয়ামস ৪৮ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। কিন্তু ২৩ বলে ২৮ করে উইলিয়ামস আউট হওয়ার পর ফের মরক লাগে জিম্বাবুয়ের ইনিংসে।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলেও নিজের ব্যাটিংটা চালিয়ে যাচ্ছিলেন রাজা। ২৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৪০ রান করা এই অলরাউন্ডারকে থামান বেস ডে লিডে। শেষ পর্যন্ত ১১৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ে।
ডাচ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পল ভেন ম্যাকেরেন। ডানহাতি এই পেসার ২৯ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার ব্রেন্ডন গ্লোভার, লভান ফন বিক এবং বেস ডে লিডে।