অভ্যন্তরীণ কোন্দল ও নিজেদের মধ্যে সংঘাতে না জড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা কমিটি গঠন নিয়ে মারামারি করেছে তাদের চিহ্নিত করে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার (২০শে নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।

বিএনপি মহাসচিব বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সরাসরি গুলি করে ছাত্রদল নেতা নয়নকে হত্যা করেছে। খুব কাছ থেকে গুলি করেছে তাকে। দেশের মুক্তির জন্য প্রাণ দিতে হলো তাকে। সরকার হত্যার রাজনীতি করছে। ছোট-খাটো বিষয় নিয়ে নিজেদের সংঘাতে না জড়াতে অনুরোধ জানান মির্জা ফখরুল।

জীবন-মরণের লড়াই করছি উল্লেখ করে তিনি বলেন, আমাদের সামনে অন্য কোনো রাস্তা নেই। এই লড়াই-সংগ্রামের জন্য আমাদের তৈরি হতে হবে। এজন্য আজকের এদিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ হয়ে জীবন বাজি রেখে সংগ্রামে নেমে পড়ুন।