আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তার দখলে। এবার প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর নিজের মাইলফলক ছোঁয়ার উপলক্ষটা দারুণভাবে রাঙালেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। তার একমাত্র গোলে ইউরো বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রাখল পর্তুগাল।
মঙ্গলবার (২০ জুন) রাতে ইউরো বাছাইয়ের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। আইসল্যান্ডও অবশ্য ছাড় দেয়নি। সুযোগ পেলেই আক্রমণে উঠছিল তারা। অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত সফরকারীরা। বাঁ দিক থেকে দেওয়া ব্রুনো ফের্নান্দেসের ক্রস হেড নেন রুবেন দিয়াস। সেটি অবশ্য ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক। ত্রয়োদশ মিনিটে সুযোগ পায় তারা। তবে আলফ্রেড ফিনবোগসনের জোরালো শট লক্ষ্যে থাকেনি।
ষষ্ঠদশ মিনিটে আবারও দারুণ এক ক্রস বক্সে বাড়ান ফের্নান্দেস। তবে পেপের নেওয়া হেড ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক। ২৪তম মিনিটে ভিক্টর পালসন বক্সের মাঝামাঝি থেকে শট নিয়েও জালে ভেড়াতে পারেননি বল। ৪৩তম মিনিটে জোয়াও কানসেলোর থ্রু বল পান রোনালদো। সেটি টানার আগেই রেফারি অফসাইডের বাঁশি বাজান।
বিরতির পর আক্রমণে ধার বাড়ায় পর্তুগাল। ৫২তম মিনিটে সুযোগ পান রোনালদো। তবে বক্স থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার। ৭৩তম মিনিটে দিয়েগো দালোতের ক্রস থেকে হেড নেন রাফায়েল গুয়েরেরো। সেটি অবশ্য ওপর দিয়ে উড়ে চলে যায়। ৮০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড খাওয়ার পর লাল কার্ড দেখেন আইসল্যান্ডের উইলিয়াম উইলিয়ামসন।
দশজনের আইসল্যান্ডকে পেয়ে সুযোগ কাজে লাগাতে ভুলেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল হেড নেন গনসালো ইনাসিও। বক্স থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নিতে ভুলেননি রোনালদো। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।