রাষ্ট্রপতি আবদুল হামিদ সাত দিনের সফরে কিশোরগঞ্জে হাওর উপজেলা মিঠামইনের কামালপুরে নিজ পৈতৃক ভিটায় পৌঁছেছেন। শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উপজেলা সদরে হেলিপ্যাডে পৌঁছান তিনি। করোনা প্রাদুর্ভাবের পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

কিশোরগঞ্জে পৌঁছানোর পর জেলা পরিষদের নতুন ডাক বাংলোতে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সফরের প্রথম দিনে তিনি মিঠামইন উপজেলার গোড়াউত্রা নদীতে নির্মিত একটি নিচু সেতু পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৬৫ মিটার দীর্ঘ সেতুটি হাওরকে কিশোরগঞ্জ সদরের সঙ্গে সংযুক্ত করবে এবং এ সেতু এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

১৩ নভেম্বর দুপুরে সড়ক পথে অষ্টগ্রাম যাবেন রাষ্ট্রপতি। বিকেলে অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত যাপন করবেন।

১৪ নভেম্বর বেলা ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি তার বাবা হাজী তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। পরে মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ দিন নিজ বাড়িতে রাত যাপন শেষে পর দিন ১৫ নভেম্বর দুপুর আড়াইটায় ইটনা যাবেন রাষ্ট্রপতি। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন।

১৬ নভেম্বর বিকেল ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদরে পৌঁছাবেন। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে নিজ বাসায় রাত যাপন শেষে পর দিন জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৮ নভেম্বর দুপুরে সফর শেষ করে ঢাকায় ফিরে যাবেন তিনি।