তেল আবিবে নিজ বাসভবনে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ড্রোন হামলাকে ‘বড় ভুল’ বলে আখ্যায়িত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেইসাথে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এ হামলার জন্য হিজবুল্লাহকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা গেছে নেতানিয়াহু রৌদ্রজ্জল দিনে সুন্দর সবুজ একটি পার্কে হাঁটছেন। এসময় তিনি বলেন “আপনারা জানেন, দু’দিন আগে আমাদের সেনাদের হাতে হামাসের নেতা ও গণহত্যাকারী সিনাওয়ার মারা গেছে। “তিনি ছিলেন একজন সন্ত্রাসী মাস্টারমাইন্ড, যার অনুসারী দুর্বৃত্তরা আমাদের পুরুষদের শিরোচ্ছেদ করেছে, আমাদের নারীদের ধর্ষণ করেছে, আমাদের শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরেছে, তাকে আমরা হত্যা করেছি।”

‘‘আমি আগেও বলেছিলাম, আবারও বলছি এটা আমাদের অস্তিত্বের লড়াই এবং শেষ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো।” “এবং আমি আরও বলতে চাই যে আমি আমাদের  সেনাদের নিয়ে গর্বিত। আমি আমাদের কমান্ডারদের নিয়ে গর্বিত এবং সর্বোপরি আমি ইসরাইলের নাগরিকদের নিয়েও গর্বিত।” তিনি আরও বলেন, “এবং ইরান ও তার অনুসারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে।”

শনিবার (১৯শে অক্টোবর) ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন। তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।