যেসব প্রতিষ্ঠানের সেবা নিয়ে প্রশ্ন উঠেছে এবং নিবন্ধন নেই, সেগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রতিটি হাসপাতালকে নজরদারির মধ্যে আনা হবে বলেও জানান তিনি। বুধবার (পহেলা জুন) দুুপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন ও মান না থাকায় ১ হাজার ৩৩৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কাউকে হেনস্তা করতে চাচ্ছি না। যারা ভালো করছেন তাদের সহযোগিতা করবো। কিন্তু যারা অন্যায় করবেন আমরা তাদের সঙ্গে নেই।

যাদের করোনার বুস্টার ডোজ নেয়া হয়নি, তাদের, আগামী চৌঠা জুন থেকে শুরু হওয়া বুস্টার ডোজের ক্যাম্পেইনে টিকা নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অনেকের টিকা নেয়ার বিষয়ে অনাগ্রহ দেখা দিচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা নেয়ার বিকল্প নেই। এছাড়াও স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত স্বাস্থ্যখাতের যেসব সূচকে উন্নয়ন হয়েছে তা তুলে ধরেন তিনি।