২১ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়াতে বিপিএল হবে কিনা, সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তবে সব অনিশ্চয়তা কাটিয়ে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসার। ২১ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও বরিশাল।

আজ (বুধবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।