জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

শনিবার দুপুরে সিলেটে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ রয়েছে পুলিশের। ভোটের সময় নির্বাচন কমিশন যেন নির্দেশনা প্রদান করবে, পুলিশ তা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে, কড়া ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আইজিপি।