নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধী একটি চিহ্নিত অপশক্তি শান্তিপূর্ণ দেশটাকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ (শনিবার) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশ গড়ার সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। তাই  আওয়ামী লীগ শান্তি সমাবেশের মাধ্যমে দেশের শান্তি ফিরিয়ে আনবে এবং জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।