আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিয়েছে তৃণমূল বিএনপি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা সভায় একথা বলেন দলটির সভাপতি শমসের মবিন চৌধুরী।

এই অনুষ্ঠানে সাবেক বিচারক, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন পেশার অর্ধশতাধিক ব্যক্তি তৃণমূল বিএনপিতে যোগদান করে।

অনুষ্ঠানে শমসের মবিন চৌধুরী বলেন, সাধারণ মানুষ যাতে অধিকার নিয়ে বাঁচতে পারে সেই বার্তা নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি। নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, যারা সুস্থ রাজনীতি করেন তারা গাড়ী পোড়াতে পারে না। আজকের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ৭’শ ব্যক্তি তৃণমূল বিএনপিতে যোগ দেবেন বলেও জানান তৈমুর আলম খন্দকার।