প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন নির্বাচনে সকল রাজনৈতিক দলের  অংশগ্রহণ প্রয়োজন। বিএনপিসহ বেশ কিছু দল বিদ্যমান অবস্থায় নির্বাচনে অংশ নিবে না বলে স্পষ্ট করেছে। আমরা বাধ্য করতে পারবো না, তবে আমরা আহবান করে যাবো। তিনি বলেন বিদ্যমাণ আইন মেনে চলবে কমিশন। আজ সোমবার সকালে নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সাথে সংলাপে তিনি এসব কথা বলেন । তিনি এসময় বলেন গণতন্ত্রের স্বার্থে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য চেষ্টা করবো।

এসময় তিনি ১৪/১৮ সালের নির্বাচনে যদি ত্রুটি বিচ্যুতি থাকে তা এই কমিশনের উপর চাপিয়ে না দেয়ার আহবান জানান। বিএনপি-আওয়ামী লীগের সমঝোতার মাধ্যমে সংবিধান সংশোধন করেও যদি নতুন কোন ব্যবস্থায় নির্বাচনে আসে তাহলে স্বাগত জানাবে নির্বাচন কমিশন, যদি নতুন কমিশন গঠন হয় তাও।

এসময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা বলেন নির্বাচন কমিশনের নামে শুধু স্বাধীন  হলে হবেনা কার্যকর ভাবে স্বাধীন হতে হবে। সেজন্য স্থানীয় সরকার, জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের কাছে ন্যাস্ত করার আহবান জানানো হয়। নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মনে করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার দাবী জানানো হয়।

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবী জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আপাতত স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করে পরিচিত করার কথা বলেছেন তারা।