দেশে আর কোনদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আজ (শনিবার) রাজধানীতে শান্তি সমাবেশে একথা বলেছেন আওয়ামী লীগের নেতারা। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে উল্লে­খ করে বিএনপিকে ভোটে অংশ নেয়ার আহবান জানান তারা। অন্যথায় বিএনপির অস্তিত্ব বিলীন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য বন্ধ রাখার আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বিএনপি পালাবার পথ পাবে না।

এদিকে, ঢাকার বাইরে সারাদেশে জেলা ও মহানগরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিএনপি-জামায়াতের আন্দোলনকে ঘিরে নৈরাজ্য ও সংঘাত-সহিংসতা ঠেকাতে মাঠে থাকার কথা জানিয়েছেন তারা।