সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  কেউ নির্বাচন বানচাল করতে এলে তাদের প্রতিহত করা হবে। আজ (শুক্রবার) বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চায় সরকার। আমরা চাই সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে কেউ যদি নির্বাচনে বাধা দেয়, বানচাল করতে আসে তাদের প্রতিহত করা হবে।

তিনি বলেন, অপ-রাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্যে আমরা শান্তি সমাবেশ করছি। বিএনপির কর্মসূচির পাল্টা হিসেবে নয়। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক।

জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে বলে জানান ওবায়দুল কাদের।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হত্যা, যড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গড়তে হবে।

এসময় তিনি পচাত্তরের নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা।