বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট। তবে নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে কোনো উপদেশ দেয়া হয়নি বলে জানালেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ (বুধবার) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, কে নির্বাচনে জয় লাভ করবে এটা যুক্তরাষ্ট্র বিষয় না। যুক্তরাষ্ট্র চায় একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণেরও ভূমিকা রয়েছে।

নির্বাচন আয়োজনে আপনাদের কোনো পরামর্শ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই না, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই। এটি নির্বাচন কমিশন এবং পুরো বাংলাদেশিদের, এটা আমাদের বিষয় না।