কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী ৩ মাস পর যে জাতীয় সংসদ নির্বাচন হবে তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোন দেশই এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। কোন ষড়যন্ত্র করেই এই নির্বাচনকে বানচাল করা যাবে না।
আজ শনিবার (৭ই অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশের একটি বড় দল এই জাতীয় নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করছে। তবে বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে। তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হবে। এদেশের মানুষ যদি আবারো প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বচিত করে তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আমেরিকার নিষেধাজ্ঞা নির্বাচনে প্রভাব ফেলবে না জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমেরিকায় কয়জন মানুষ যায়? তারা নিষেধাজ্ঞা দিয়ে কী করবে? কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যারা গুলশান বনানীতে বাস করে তারাই আমেরিকা যায়।