নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসব বিষয়ে সবাইকে চোখ কান খোলা রাখার আহ্বান জানান তিনি।
আজ (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, যে পরিবারের কাছে শিক্ষার কোন দাম নেই, সেই পরিবারের কাছে দেশ নিরাপদ নয়। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত সমাজ নির্মাণ জরুরী। এমন সমাজ নির্মাণে শিক্ষার্থীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।