প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে-অগ্নিসন্ত্রাস করবে, তাদের পরিণতি ভালো হবে না। জনগণই এই সন্ত্রাদসীদের প্রতিহত করবে বলে জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৮ই নভেম্বর) সকাল দশটায় এই মনোনয়ন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এসময় শেখ হাসিনা বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে, অগ্নিসন্ত্রাস করছে। নির্বাচন বানচালের এই চক্রান্ত ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করতে জনগণের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অগ্নি সন্ত্রাস করে, দেশের সম্পদ নষ্ট করে, ধ্বংসাতœক কাজ করে নির্বাচন বানচালের চেষ্টা করা কোন ধরনের রাজনীতি হতে পারে না।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া শুরু করেছি। যারা প্রার্থী (হতে চান), মনোনয়ন ফরম কিনবেন। আমাদের মনোনয়ন বোর্ডে যাচাই বাছাই করে একজনকে মনোনয়ন দেবো। যোগ্য প্রার্থী অনেক, কিন্তু একজনকেই বেছে নিতে হবে। তৃণমূলসহ আমরা সবার মতামতের ভিত্তিতে মনোনয়ন দেবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে মনোনীত প্রার্থীকে জেতাতে কাজ করবে।’

দলের সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যালয় বের হয়ে যাওয়ার পর থেকে মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। টানা চারদিন অনলাইনে ও সরসরি কার্যালয় থেকে দলটির মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।