নির্বাচন ভন্ডুলের চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে বলে দলীয় প্রধান (শেখ হাসিনা) সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৯টা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবন গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের আরো জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

কাদের বলেন, বৈঠকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সে সুযোগ থাকছে।

নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন,আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করব। তবে, কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন উপলক্ষ্যে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভন্ডুল করার যে চক্রান্ত এখন চলছে এটা আমাদের যে কোন মূল্যে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং এদের পরাজিত করতে হবে। এটা একটা নির্দেশনা আছে।

তিনি বলেন, আমাদের সভাপতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন আজকে যে- বিএনপির নেতৃত্বে যে অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস, বাস পরিবহনে আগুন এসব নাশকতা চলছে সারাদেশের বিভিন্ন জায়গায়। প্রায় প্রতিদিনই বাস পোড়াচ্ছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা সারাদেশে সতর্ক পাহারাই রয়েছে। তাদেরকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

‘এ ব্যাপারে আমাদের যে আটটি বিভাগীয় কমিটি আছে এই আটটি বিভাগীয় কমিটি আরও সক্রিয় হয়ে প্রত্যেক বিভাগে, জেলায় গিয়ে তারা এই সতর্ক পাহারার বিষয়টা আরো জোরদার করার ব্যাপারে আমাদের জেলা সংগঠন, থানা সংগঠন, উপজেলা, ইউনিয়ন তারমানে আমাদের তৃণমূলকে আরো সুসংগঠিত করবে,’ যোগ করেন তিনি।