বাংলাদেশের নির্বাচন সহিংসতাবিহীন ও অবাধ হয়েছে, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কমিশন কারো প্রতি পক্ষপাতিত্ব করেনি বলে জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা।

তারা বলেন, ৭ই জানুয়ারির ভোটের প্রক্রিয়া ছিলো আন্তর্জাতিক মানের।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে দ্বাদশ জাতীয় নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও জাপানসহ সাতটি দেশের পর্যবেক্ষকরা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার কৃতিত্ব দেশের মানুষের।

সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তারা বলেন, ভোটাররা বাধাহীন ভাবে তাদের ভোট দিতে পেরেছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রতিবেদন দেয়ার কথাও জানান তারা।