সংস্কারের মধ্যদিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই। এজন্য চলমান সংস্কারও হতে হবে গণতান্ত্রিক এবং জনসম্পৃক্ততায়। সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি’র ৩০ বছর পূর্তিতে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিশিষ্টজনরা।
এদিকে, ভিডিও বার্তায় সিপিডিকে ৩০ বছর পূর্তির শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
১৯৯৩ সালে অরাজনৈতিক প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটির ৩০ বছর পূর্তিতে রাজধানীর ব্র্যাক ইন’ সেন্টারে এ এই সেমিনারের আয়োজন।
সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চেšধুরী ও দ্যা ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। এই কর্মযজ্ঞ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণে। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার তাগিদও দেন তারা।
সিপিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন রেহমান সোবহান বলেন, বরাবরই সিপিডি গণমানুষের কথা বলে আসছে। আগামীতেও গণমানুষের অধিকার আদায়ে সাহসী ভূমিকা রাখবে।
এদিকে, সিপিডির ৩০ বছর পূর্তিতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক উন্নয়নভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি’র ভূমিকার প্রশংসাও করেন তিনি।