পরিবেশ দূষণকারী ১৮টি রাসায়নিক দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, স্টকহোম কনভেনশন অন পারসিসটেন্ট অর্গানিক পলিউশনের (পিওপিএস) আওতায় ২০০৯ সালের কপ-৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কপ-৯ মেয়াদে ১৮টি কেমিক্যাল সারাবিশ্বে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে সব ধরনের ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, ইউনিভার্সিটি, বিজনেস কর্নার সবার সঙ্গে আলোচনা করেছি। তাদের বলেছি যে এ ১৮টি কেমিক্যাল নিষিদ্ধ করে দেওয়া দরকার। বাংলাদেশে এই ১৮টির বিশেষ ব্যবহার হয় না।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্টকহোম কনভেনশন ১৮টি কেমিক্যাল সিলেক্ট করে বলেছে এসব কেমিক্যাল বিশ্বের সব জায়গায় নিষিদ্ধ করতে। বাংলাদেশও এটাকে সমর্থন করতে চাচ্ছে।