মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য যে ভিসানীতি ঘোষণা করেছে এর সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না। ওবায়দুল কাদের বলেছেন, ‘নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় মির্জা ফখরুল।

আজ মঙ্গলবার বিকেলে কেরাণীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন বন্ধ করতে পারে না, ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ কেন বন্ধ করতে পারে না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

3

তিনি বলেন, ‘আপনারা ধমক দেন, বলেন নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় মির্জা ফখরুল। ভয় দেখানোর এজেন্সি দিয়েছে মির্জা ফখরুলকে।’

তিনি বলেন, একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি। আজও আমাদের থামাতে পারবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানবো না।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদার অসুস্থতার চেয়েও তাকে নিয়ে বেশি রাজনীতি করতে চেয়েছে। সেটাই তাদের উদ্দেশ্য।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির লোকেরা এখন আড়ালে বসে হুমকি দিচ্ছে। কি করবে? ঢাকা দখল করবে? আমরাও প্রস্তুত আছি কারা দখল করবে দেখা যাবে। ঢাকা দখল করবে লাল সবুজের পতাকা। আঘাত করলে পাল্টা আঘাত করা হবে। কোনো ছাড় হবে না।