নীলফামারীতে আবারও ছড়িয়ে পড়েছে বাঘ আতঙ্ক। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দালালি পাড়ায় একটি ভুট্টা খেতে বাঘ দেখতে পান স্থানীয় সিরাজুল ইসলাম। এ কারণেই স্থানীয়দের মনে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে।

সিরাজুল ইসলাম জানান, এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসতে আসতে বাঘটি আবার ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও বাঘটির আর সন্ধান পাওয়া যায়নি ।

তবে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা বাঘটি শনাক্তের কাজ করছে।

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েত আলী শাহ ফকির বলেন, একটি বাঘ দেখা গেছে বলে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তবে বাঘটি দালালি পাড়া ছেড়ে খালুআর ব্রিজের দিকে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রশাসন থেকেও আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছে ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বাঘ বের হওয়ার ঘটনাটি লোক মুখে শুনেছি। পরে খোঁজখবর নিয়ে বিষয়টি আমার কাছে ভুয়া মনে হয়েছে।

এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তা মোনায়েম খান বলেন, আমি এলাকা ঘুরেছি এবং মানুষদের সঙ্গে কথাও বলেছি। আমার কাছে মনে হয়েছে এটি চিতা বাঘ নয়। পায়ের ছাপ এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে মনে হয়েছে এটি একটি বনবিড়াল ছিল।

এর আগে গত মার্চ মাসে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নে ব্রয়লার মুরগির খামারে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বাঘের মৃত্যু হয়েছিল। এ নিয়ে কিছুদিন ওই এলাকায় বাঘের আতঙ্ক ছিল। আজ ফের ইটাখোলা ইউনিয়নে বাঘ দেখা যাওয়ায় আবারও আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।