মিশরের নীল নদে ফেরী ডুবিতে ১০জন শ্রমিক নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ শে ফেব্র“য়ারি) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, (রোববার) রাজধানী কায়রোর কাছে নীল নদে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ১৫জন শ্রমিক নিয়ে ফেরিটি নদী পার হচ্ছিল। যারা স্থানীয় একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতে যাচ্ছিলেন। এসময় ফেরিটি ডুবে যায়। উদ্ধারকারী দল খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে ১০ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া বাকি পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

মিশরে নদীপথে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। মূলত নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নের অভাবে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করেন স্থানীয়রা। যদিও রোববারের ফেরি ডুবির সঠিক কারণ এখনও জানা যায় নি।

এদিকে, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০০,০০০ মিশরীয় পাউন্ড ও আহতদের প্রত্যেককে ২০,০০০ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।