পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের বাবা নেইমার ডি সিলভা সান্তোসকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। শুধু তাই নয়, আইন ভাঙার জন্য বিরাট অঙ্কের জরিমানার মুখে পড়তে চলেছেন পিএসজি স্ট্রাইকারও। স্থানীয় সংবাদমাধ্যম ইউওএলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
রিও দি জেনেইরোর মেয়রের অফিসের তরফে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল প্রসাদ তৈরি করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। এক নয়, উঠে এসেছে একাধিক অভিযোগ। যেমন, প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে। জলের পথ পরিবর্তনও করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালি কাজে লাগানো হয়েছে প্রাসাদ তৈরিতে। সরানো হয়েছে পাথরও।
এদিকে নেইমারের বাবাকে গ্রেফতার করার পরে ফুটবল এবং বিশ্ব পরিবেশ মহলে ঝড় ওঠে। পরিবেশবিদরা মনে করতে থাকেন সমাজে জনপ্রিয় মুখরা যদি এইরকম অপরাধ করতে থাকেন তাহলে সাধারণ মানুষ কী করবে। যদিও এই ঘটনার নেইমারের বাবাকে গ্রেফতার করা হলেও কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বিপুল পরিমাণের আর্থিক জরিমানা করা হয়েছে। ব্রাজিলীয় এই তারকা ফুটবলারের বাবাকে দিতে হয়েছে ৫ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল।
অন্যদিকে পারিবারিক সমস্যা ছাড়াও, নেইমার তার পেশাদার জীবনে একটি খারাপ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বার্সেলোনা ছেড়ে রেকর্ড অর্থে তিনি যোগদেন প্যারিসের ক্লাব পিএসজিতে। কিন্তু তারপর থেকেই সেই ভাবে ফর্মে দেখা যায়নি তাঁকে। বর্তমানে নেইমার মাঠের বাইরে। মার্চে দোহায় তার গোড়ালির অস্ত্রোপচার হয়। ফেব্রুয়ারি থেকে তাকে খেলতে দেখা যায়নি। এখন গুঞ্জন চলছে, পিএসজি আর তাকে রাখছে না।