কাতারে হামলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন। গত সপ্তাহে হামাসের প্রতিনিধিদল আলোচনার জন্য কাতারে গেলে ইসরায়েল এই হামলা চালায়। এরদোয়ান বলেন, নৈতিক দৃষ্টিকোণ থেকে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো।
এরদোয়ান এর আগে ও নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন এবং ইসরায়েলি সরকারকে ‘খুনের নেটওয়ার্ক’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি আশা করেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনকে আরও বেশি সমর্থন জানানো হবে।
কাতারে জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরদোয়ান।
তিনি বলেন, তিনি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি তুলে ধরবেন। সেখানে বিশেষ একটি সপ্তাহ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।